• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া যাবে না: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পি.এম.
প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন-ছবি সংগৃহীত

শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘কেবল শারীরিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তিদেরই হজের জন্য নিবন্ধন করতে হবে।’

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই সিভিল সার্জনদের এমন ব্যক্তিদের ফিটনেস সার্টিফিকেট না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি হজ এজেন্সিগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘শারীরিকভাবে অসক্ষম ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজে না নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘২০২৫ সালের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরইমধ্যে ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয়েছে। এবারের হজ হবে আরও উন্নত ও সুশৃঙ্খল।’

হজ ও ওমরাহ মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই মেলার মাধ্যমে হজ গমনেচ্ছুকদের সঙ্গে এজেন্সিগুলোর যোগাযোগ আরও দৃঢ় হবে। হজ ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী হজ প্যাকেজ বেছে নিতে পারবেন।’

ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কোনো বিরোধ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা সম্মান ও ভ্রাতৃত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও হজযাত্রীদের স্বার্থে যৌথভাবে কাজ করে যাব।’

হজ এজেন্সিগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘অনেক সময় এজেন্সিগুলোর মাধ্যমে হজযাত্রীদের ব্যাগে মাদকদ্রব্য কিংবা সৌদিতে অননুমোদিত জিনিসপত্র পাঠানো হয়। কেউ কেউ হাজিদের মাধ্যমে দেশে অবৈধভাবে সোনা আনেন, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এই অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য হজ এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি হজ নিবন্ধন প্রক্রিয়ায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘দালালদের কারণে হজযাত্রার খরচ বাড়ে এবং হজযাত্রীরা প্রতারিত হন। তাই হজে যেতে আগ্রহীদের উচিত শুধুমাত্র বৈধ এজেন্সি মালিক বা তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা।’

চুক্তিভিত্তিক সেবা প্রদান এবং হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে হজ ও ওমরাহ মেলা উপলক্ষে হাবের প্রকাশনা ‘হজ্জ বার্তা’ এর মোড়ক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা।

তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪টি স্টল রয়েছে। ধর্ম মন্ত্রণালয়, হজ এজেন্সিগুলো এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো এতে অংশ নিয়েছে। মেলার স্টলগুলোতে হজ সংক্রান্ত তথ্যসেবা, নিবন্ধন ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হচ্ছে।

এ মেলা শেষ হবে শনিবার (১৬ আগস্ট) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারী এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা
বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ ঘোষণা
হজের প্যাকেজ ঘোষণা করলেন সরকার
হজের প্যাকেজ ঘোষণা করলেন সরকার
দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল
দেশের প্রবীণ আলেম মুফতি আহমদুল্লাহর ইন্তেকাল