ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ১শ’

                                            
                                    
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০
ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৬১ জন। এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর থেকে শুরু হওয়া টানা ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। গাজার উত্তরাঞ্চলে হামলা আরও তীব্র হয়ে উঠেছে। গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে এগিয়ে আসা লোকজনের ওপর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন।
দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহর উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি গুলিতে নিহত হন আরও অন্তত ১৬ জন।
গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবার তথ্য অনুযায়ী, ত্রাণের অপেক্ষায় থাকা মানুষদের লক্ষ্য করে চালানো হামলায় আরও ১৪ জন নিহত ও ১১৩ জন আহত হয়েছেন। সব মিলিয়ে, খাবারের সন্ধানে থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অবরোধজনিত ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন আরও ৮ জন, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ক্ষুধাজনিত কারণে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০৬ জনই শিশু।
ভিওডি বাংলা/জা
                            
                        
                
                




                

