• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিপিএলে ফিরলেন সাকিব, ভিভ রিচার্ডসের সাক্ষাৎ আশা

স্পোর্টস ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০১:৩৮ পি.এম.
সাকিব আল হাসান-ছবি সংগৃহীত

প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান আবারও আলোচনায় এসেছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের মাধ্যমে। বর্তমানে তিনি অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজে, যেখানে খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এবারই প্রথমবারের মতো তিনি প্রতিনিধিত্ব করবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স দলের হয়ে।

অ্যান্টিগা থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সাকিব জানান, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজে) ফিরতে পেরে খুব ভালো লাগছে। অ্যান্টিগা দলে যোগ দিতে পেরে রোমাঞ্চিত বোধ করছি এবং সিপিএলে অংশ নিতে মুখিয়ে আছি। আমি এর আগে বেশ কয়েকটি দলের হয়ে খেলেছি। আশা করছি, এটি আমার ষষ্ঠ সিপিএল আসর হবে।’

নতুন দল ও টিম ম্যানেজমেন্ট সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো একটি দল পেয়েছি। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আমরা ভালো অবস্থানে আছি। পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের মতো কিংবদন্তিরা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার দারুণ এক মিশেল রয়েছে। আমরা যদি এই কম্বিনেশন কাজে লাগাতে পারি, তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে।’

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসকে সামনে থেকে দেখার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘ক্যারিবিয়ান ক্রিকেট মানেই ইতিহাস আর গৌরব। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের অন্যতম। তার নামে যে মাঠে খেলা হবে, সেটাই একটা স্পেশাল অনুভূতি। আশা করছি, তার সঙ্গে দেখা হবে, তিনি ড্রেসিংরুমে আসবেন এবং আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করবেন।’

উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট (শুক্রবার) শুরু হচ্ছে সিপিএলের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। তাদের প্রতিপক্ষ হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

ভিওবি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা
বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা
রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন
রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন
তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালেও প্রস্তুত তপু বাহিনী
তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালেও প্রস্তুত তপু বাহিনী