মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু


সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি এই টাইটেল পেয়েছেন।
আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী, নারী দাবাড়ুর ২১০০ রেটিং হলে মহিলা ফিদে মাস্টারের জন্য আবেদন করা যায়। মাত্র ১৩ বছর বয়সী খুশবু সেই শর্ত পূরণ করেছেন। বয়স ভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় খুশবুর সাফল্য রয়েছে।
বাংলাদেশের দাবায় নারীদের পথচলা অনেক দিনের। এরপরও বাংলাদেশে এখনো নেই কোনো মহিলা গ্র্যান্ডমাস্টার। মহিলা আন্তর্জাতিক মাস্টার পর্যন্ত হতে পেরেছেন রাণী হামিদ, লিজা, শিরিনরা।
মহিলা আন্তর্জাতিক মাস্টারের নিচের ধাপ ফিদে মাস্টার। সেই নারী ফিদে মাস্টারের সংখ্যাও খুব বেশি নেই। খুশবুকে নিয়েও সেই সংখ্যাটা দশ ছাড়ায়নি। ক্যান্ডিডেট মাস্টার আরো কয়েকজন রয়েছে। তবে সেটা সেই অর্থে খেতাব ধরা হয় না বৈশ্বিক দাবায়।
ভিওডি বাংলা/ এমএইচ