• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পটুয়াখালীতে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ১১ আগস্ট ২০২৫, ১১:৩৮ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা থেকে আন্তঃজেলা ডাকাতচক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা পুলিশ। রোববার (১০ আগস্ট) ভোরে পটুয়াখালীর কালিকাপুর এলাকার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চাকু, হাতুড়ি, প্লাস, ৪টি মোবাইল ও বিকাশে থাকা ৪৯ হাজার ৫০৮ টাকা উদ্ধার করা হয়।

রোববার  (১০ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জাহাঙ্গীর আলম।

আটককৃতরা হল- পটুয়াখালি জেলার হাজিখালি এলাকার মৃত আউয়াল হাওলাদারের ছেলে হামিদুল হাওলাদার (৩২) ও পটুয়াখালি জেলার নন্দীপাড়া এলাকার জসিম কাজির ছেলে রাজিব কাজী (২৮)। এছাড়া পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত চক্রের সাথে জরিত আরও দুই সদস্যের নাম পাওয়া যায়। তাঁরা হল- ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন রাজগঞ্জ এলাকার হাফিজ মিয়ার ছেলে মানিক মিয়া (৪০) ও একই জেলার কোতোয়ালি থানাধীন সুতিয়াখালি এলাকার সিরাজ আলির ছেলে মোঃ সোহাগ (৩৩)। বর্তমানে এই দুইজন গত জুলাই মাসের ৫ তারিখে মামলায় ময়মনসিংহ জেলহাজতে রয়েছে।    

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গত ১৮ জুন পটুয়াখালি জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুমকি এলাকা থেকে একটি প্রাইভেটকারে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি রওনা হন। গাড়িটি বরিশাল জেলার গৌরনদী এলাকায় পৌঁছালে ওই গাড়িতে থাকা অজ্ঞাত ৪ দুষ্কৃতিকারী শহিদুল ইসলামের মুখ চেপে ধরে, হাত ও পা বেঁধে ফেলে এবং চোখের উপর কসটেপ লাগিয়ে দেয়। এ সময় তাঁর সাথে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তাঁর সাথে থাকা মোবাইল দিয়ে তাঁর স্ত্রীকে ফোন দিয়ে বিকাশে টাকা পাঠাতে বলে। এবং বাদিকে মারধর করতে থাকে। তখন তাঁর স্ত্রী ও শ্যালক ইব্রাহিম এবং সহকর্মী নজরুল ইসলামের কাছে ফোন করে কয়েক ধাপে বিকাশে আরও ১ লক্ষ ১৮ হাজার টাকা সেন্ড মানি করে নেয়। পরবর্তীতে ১৮ জুন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজৈর থানাধীন পূর্ব স্বরমঙ্গল এলাকার ঢাকা বরিশাল মহাসড়কে আসলে সড়কের পাশে শহিদুল ইসলামকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ সময় শহিদুল ইসলামের সাথে থাকা বাটন ফোন নিয়ে যায়। 

এ ঘটনায় ১৯ জুন শহিদুল ইসলাম বাদি হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। মামলার তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় রোববার ভোরে  পটুয়াখালির কালিকাপুরের ভাড়া বাসা থেকে চক্রের মূল হোতা হামিদুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার (যার নাম্বার ঢাকা মেট্রো- গ ১৪- ১২২৮) জব্দ করে। এ সময় গ্রেপ্তার হামিদুলের তথ্যের ভিত্তিতে এই দিনই সকাল ৬টায় পটুয়াখালী থেকে রাজিব কাজি নামে আরেকজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, ‎আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্যরা পটুয়াখালী থেকে ময়মনসিংহ এবং ঢাকা থেকে কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করত। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ