ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই : সালাহউদ্দিন


সরকার ও জনগণের মানসিক সংস্কার ব্যতিরেখে রাষ্ট্রকাঠামোর সংস্কার সফল হবে না’ বলে মন্তব্য করেছেন সালাহ উদ্দিন আহমদ। রোববার বিকালে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি এইভাবে গ্রহন করিযা আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব, একটি জনকল্যাণমুখী সংস্কারের মধ্য দিয়েযাব, একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য কাজ করব। আমরাএখন রাষ্ট্রীয়ভাবে ইদানিং সবাই একটা কথা শুনি যে, সংস্কার হচ্ছে। রাষ্ট্র কাঠামোরসংস্কারের মধ্য দিয়ে কাংখিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়।”‘‘ কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনাকরবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদেরদৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের, আমাদের, রাজনৈতিকনেতৃবৃন্দের যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের… সম্মিলিতভাবে সবার মানসিকসংস্কারের মধ্য দিয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামো সংস্কারটা বাস্তবায়ন করতে পারি তাহলেইদুইয়ে দুই চার হবে… তাহলেই আমরা একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব।’
সালাহ উদ্দিন বলেন, ‘কারণ সংস্কারের মধ্য দিয়েআমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম। সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকারব্যবস্থা গঠিত হবে তাদেরকে সেই ব্যবস্থা যারা পরিচালনা করবে তাদেরকে মানসিক সংস্কারএবং দৃষ্টিভঙ্গি না পাল্টায় এবং অপরপক্ষে যারা রাষ্ট্রের জনগণ যারা বেনিফিয়ারি যা্রাসরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজের কাছে দায়বদ্ধ তাদেরও যদি দৃষ্টি ভঙ্গি নাপাল্টায় তাহলে মানবিক রাষ্ট্র হবে কিভাবে? আমরা জনগণ হিসেবে যদি মনে করি, সব দায়িত্বসরকারের.. সেটা একটা ভুল ধারণা। রবার্ট কেনেডিপ্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তিনি বলেছিলেন, আমি তিন জেনারেশনকেকিছু দিতে পারব না, হয়ত থার্ড জেনারেশনকে কিছু দিতে পারি।’
তিনি বলেন, ‘আমাদের দৃষ্টি ভঙ্গি এমন হবেসরকার আমাদের জন্য কী করে তা নয়। জনগণ দেশের জন্য কী করবে সেটাও ভাবতে হবে? এটাইহচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাহলেই আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এইউভয়ে মিলে একটা আমাদের কাংখিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গতিশীলকরতে পারবে। যেই স্বপ্ন ছিলো স্বাধীনতার শহীদদের, মুক্তিযোদ্ধাদের,যেই স্বপ্ন ছিলো ২০২৪ সালের আমাদের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের যারা রক্তদানকরেছেন, যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের। আমরা যাতে সেই সমাজনির্মাণ করতে পারি যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সন্তানরা যেন তাদের কাংখিতসমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারে… আমরা সবসময় বলি শত সহস্র শহীদদের রক্তেরআকাংখা আমাদের পূর্ণ করতে হবে।’
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপিপরিবারের উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থানে আহত, ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায়অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
‘সেই ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই’
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের এই মুক্তিরমন্দিরে সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে’… আমাদের অশ্রুজলেরচাইতেও বেশি বলতে হবে, আমাদের রক্তধারায় লিখিত আছে এই ফ্যাসিস্টদের পতনের আন্দোলনেশহীদদের কাহিনী… কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারেরকাছ পেয়েছে সেই বেদনার ইতিহাস, সেই বেদনার ধারাবিবরণী সেই বিবরণীর উপন্যাসভবিষ্যতে কত লিখিত হবে, অজস্র লিখিত হবে…. আমরা তখন বুঝতে পারবো কত নিষ্ঠুর আচরণ স্বীকারকরেছিলো এই ভূ-খন্ডের মানুষ। তারপরও আমরা দেখি, সেই ফ্যাসিস্টের মধ্যেকোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো পরাজয়ের স্বীকারোক্তি নেই বরং দেখি দাম্ভিকতা।সেটা দেশের মানু্ষের জন্য আমরা বলব, সেই স্বৈরাচারে দাম্ভিক আচরণ আমরা যতই দেখবোআমাদের মনে হবে যে, ভবিষ্যতে এরকম কোনোভাবে ফ্যাসিবাদের উৎপত্তিযাতে না হয় সেইভাবে যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনেরসভাপতিত্বে ও সদস্য জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মিডিয়া সেলেরআহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাহ, তথ্য ওপ্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল প্রমূখ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমপি
আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে …

দেশ রক্ষার নির্বাচনে বিএনপিকে জিততেই হবে- আবদুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আগামীর জাতীয় …

৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর …
