বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় এমইভি চালু


দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করার দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়া সরকার এই সুবিধা চালু করেছে।
শুক্রবার (৮ আগস্ট) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা শুধুমাত্র বৈধ পিএলকেএস (PLKS) ধারকদের জন্য প্রযোজ্য হবে এবং এটি আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ দ্বারা সমন্বিত হবে। আগামী বছরের পিএলকেএস বর্ধনের প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি প্রদান শুরু হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই নতুন ভিসা সুবিধার মাধ্যমে দেশীয় ও বিদেশী অভিবাসী শ্রমিকদের যাতায়াত সহজতর হবে এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকিও কমবে। পাশাপাশি, মালয়েশিয়ার বিভিন্ন দেশের মিশনে নতুন ভিসা আবেদনের জন্য জনসমাগম কমবে।
বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে বিভিন্ন প্রয়োজনে মালয়েশিয়ায় অবস্থানকালীন সময়ে সহজেই দেশে যাতায়াত করতে পারবেন। গত ১৫ জুলাই বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় এই সুবিধার কথা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিল।
বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে মালয়েশিয়া সরকারের কাছে এই সুবিধা চালুর জন্য আহ্বান জানিয়ে আসছিল। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
গত মে মাসে মালয়েশিয়ায় সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর ১০ জুলাই এমইভি চালুর বিষয়ক পরিপত্র জারি করা হয়।
বর্তমানে মালয়েশিয়া ১৫টি দেশ থেকে শ্রমিক নেয়, তবে এখন পর্যন্ত বাংলাদেশি শ্রমিকদের শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হত, যা তাদের জন্য অনেক ভোগান্তির কারণ ছিল। এমইভি চালুর ফলে বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার মালয়েশিয়া-দেশ যাতায়াতের সুযোগ পাবেন এবং ভ্রমণের সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
ভিওডি বাংলা/জা
২৬ প্রবাসী জুলাই যোদ্ধা এখনও কারাগারে বন্দি
জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রবাসীদের অবদান ছিল উল্লেখযোগ্য। ওই …

মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ২৬ …

থাইল্যান্ডের পর্যটন খাতে নাজির সরকারের এক যুগের পথচলা
প্রায় এক যুগ আগে খুবই ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলেন …
