• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাথাব্যথা কমানোর সহজ উপায় অফিসে বসেই

লাইফস্টাইল    ১০ আগস্ট ২০২৫, ০৩:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আচমকা কাজের মাঝে মাথাব্যথা শুরু হলে কাজ থামানো সম্ভব হয় না-ঘুমানোর বা দীর্ঘ বিশ্রামের সুযোগও থাকে না। অফিস বা বাড়িতে বসেই মাথাব্যথা অনেকটা কমানো সম্ভব যদি কিছু সহজ উপায় মেনে চলা যায়।

মাথাব্যথার কারণ একটানা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা, পর্যাপ্ত ঘুম না হওয়া, বিশ্রামের অভাব ও স্ট্রেস-এসবই  হতে পারে। এর জন্য দায়ী ডিহাইড্রেশনও।

সহজ সমাধান: বেশি করে পানি পান করুন, শরীরে পানির অভাব দূর করতে পর্যাপ্ত পানি খান। ডিহাইড্রেশনের কারণে হওয়া মাথাব্যথা প্রায় আধ ঘণ্টার মধ্যেই উপশম পেতে শুরু করে।

পানিযুক্ত ফল খান:  তরমুজ, শসা বা কমলালেবুর মতো ফল খেলে শরীরে পানির ঘাটতি দ্রুত পূরণ হয়।

অল্প বিরতি নিন ও মাথায় ম্যাসাজ দিন: কাজের ফাঁকে কয়েক মিনিটের বিরতি নিয়ে হালকা মাথা ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে, ব্যথা কমে।

ঠান্ডা সেঁক বা পানি দিয়ে ঝাপটা দিন: বাড়িতে থাকলে বরফ কাপড়ে মুড়িয়ে কপাল ও ঘাড়ে সেঁক দিন। অফিসে থাকলে ঠান্ডা পানিতে মুখ, চোখ ও ঘাড় ধুয়ে নিন-ফ্রেশ লাগবে, ব্যথা উপশম হবে।

আদা চা পান করুন: আদার অ্যান্টিঅক্সিডেন্ট মাথাব্যথা কমাতে কার্যকর। বমি ভাব থাকলেও উপকার পাবেন।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষ ‘খারাপ’ হয় কেন? জানুন বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা
মানুষ ‘খারাপ’ হয় কেন? জানুন বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা
ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারে মারাত্মক বিপদ!
ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারে মারাত্মক বিপদ!
সকালের এক কাপ কফি বাড়াতে পারে আয়ু
সকালের এক কাপ কফি বাড়াতে পারে আয়ু