• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ০৯:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত হবে।

পরীক্ষার্থীরা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (যেমন: dhakaeducationboard.gov.bd) রোল নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী এবার আবেদন করেছে।

বোর্ডের তথ্যমতে, এবার মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে। যা গত বছরের তুলনায় যথেষ্ট বেশি -আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

কোন বিষয়ে সবচেয়ে বেশি আবেদন? গণিত: ৪২ হাজার ৯৩৬টি খাতা, ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র): ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞান: ১৬ হাজার ২৩৩টি, বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র): ১৩ হাজার ৫৫৮টি, চারু ও কারুকলা: সবচেয়ে কম-মাত্র ৬টি খাতা।

কীভাবে হয় পুনঃনিরীক্ষণ?

এ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। কেবল নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, অথবা ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না-এসব বিষয় যাচাই করা হয়। প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা: সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এর মধ্যে ছাত্র: ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ও ছাত্রী: ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত
জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ