• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু

নিজস্ব প্রতিবেদক    ৯ আগস্ট ২০২৫, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, আগামী রোববার (১০ আগস্ট) থেকে ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ঢাকা মহানগরীতে প্রতিদিন ৬০টি ট্রাক, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি এবং জেলা পর্যায়ে-ঢাকা জেলায় ৮টি, কুমিল্লায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি এবং বাগেরহাটে ৫টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিনব্যাপী টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ ৫০০ জন সাধারণ ভোক্তা সাশ্রয়ী মূল্যে টিসিবির নির্ধারিত পণ্য কিনতে পারবেন। এ কার্যক্রমে স্মার্ট কার্ড না থাকলেও যেকোনো ভোক্তা পণ্য কিনতে পারবেন।

বিক্রয়যোগ্য পণ্যের মূল্য: ভোজ্যতেল (২ লিটার)-২৩০ টাকা, চিনি (১ কেজি) – ৮০ টাকা, মশুর ডাল (২ কেজি) – ১৪০ টাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বাজার সিন্ডিকেটমুক্ত হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বেড়েছে দেশের মূল্যস্ফীতি
বেড়েছে দেশের মূল্যস্ফীতি
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ কমছে, বাড়ছে বিল-বন্ডে ঝোঁক
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ কমছে, বাড়ছে বিল-বন্ডে ঝোঁক