• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোটরসাইকেলে কোন ইঞ্জিন অয়েল ভালো: মিনারেল না সিনথেটিক?

লাইফস্টাইল    ৯ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন মোটরসাইকেলের ইঞ্জিন ভালো রাখতে ও মসৃণভাবে চালাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ইঞ্জিন অয়েল। তবে  বাজারে দুই ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায়-মিনারেল (Mineral) ও সিনথেটিক (Synthetic)। প্রশ্ন হলো, কোনটি মোটরসাইকেলের জন্য ভালো? ভুল গ্রেডের অয়েল ইঞ্জিনের পারফরম্যান্স কমিয়ে দিতে পারে এবং ক্ষতি করতে পারে। তাই ইঞ্জিনের ধরন, সিসি, আবহাওয়া ও নির্মাতার নির্দেশনা অনুযায়ী সঠিক গ্রেড নির্বাচন করা জরুরি।

১. ইঞ্জিন অয়েল গ্রেড বোঝার মূল ধারণা

SAE গ্রেড: যেমন 10W-30, 15W-40 ইত্যাদি।

প্রথম সংখ্যা (যেমন 10W) ঠাণ্ডা অবস্থায় অয়েলের পাতলাতা নির্দেশ করে।

দ্বিতীয় সংখ্যা (যেমন 40) গরমে অয়েলের ঘনত্ব নির্দেশ করে।

২. সিসি ও বাইকের ধরন অনুযায়ী অয়েল গ্রেড

100–150cc কমিউটার বাইক - 10W-30 বা 10W-40

150–200cc পারফরম্যান্স বাইক -15W-40 বা 20W-50

হাই-পারফরম্যান্স স্পোর্টস বাইক - 10W-40 Fully Synthetic

৪. আবহাওয়া অনুযায়ী গ্রেড বাছাই

ঠাণ্ডা এলাকা - কম W মান (যেমন 5W বা 10W)

গরম এলাকা- বেশি দ্বিতীয় মান (যেমন 40 বা 50)

৫. অয়েলের ধরন

Mineral Oil-দৈনন্দিন ব্যবহারের জন্য

Semi-Synthetic-পারফরম্যান্স ও সুরক্ষার জন্য ব্যালেন্সড চয়েস

Fully Synthetic-হাই-পারফরম্যান্স ও দীর্ঘ রেসিং/ট্যুরিং

৬. প্রস্তুতকারকের পরামর্শ মেনে চলুন

কোম্পানি ইঞ্জিনের জন্য পরীক্ষিত সেরা গ্রেড সুপারিশ করে। সবসময় বাইকের ওনার্স ম্যানুয়াল দেখে গ্রেড ঠিক করুন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষ ‘খারাপ’ হয় কেন? জানুন বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা
মানুষ ‘খারাপ’ হয় কেন? জানুন বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা
ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারে মারাত্মক বিপদ!
ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারে মারাত্মক বিপদ!
সকালের এক কাপ কফি বাড়াতে পারে আয়ু
সকালের এক কাপ কফি বাড়াতে পারে আয়ু