• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

পাংশায় প্রকাশ্যে যুবদল নেতাকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৮ আগস্ট ২০২৫, ০৮:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল বাজারে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন যুবদল নেতা হিরন হোসেন (৩৫)। শুক্রবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত হিরন হোসেন কসবামাজাইল ইউনিয়নের দীঘলহাট গ্রামের মৃত নজর আলী মণ্ডলের ছেলে এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে পাংশা যাওয়ার পথে কসবামাজাইল বাজারে টিপুর চায়ের দোকানে বসে চা পান করছিলেন হিরন। এ সময় স্থানীয় সুলতান মিয়ার নেতৃত্বে ৭-৮ জন রামদা, হকিস্টিক, বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে হিরনের ডান পা ভেঙে দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরন জানান, সুলতান মিয়ার নেতৃত্বে হামলায় অংশ নেয় কসবামাজাইল গ্রামের শাওয়াল, আওয়াল, সেলিম এবং ডেমনামারা গ্রামের গফুরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সুলতান মিয়া বলেন, “ঘটনার সময় আমি সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজারে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, আমাদের সঙ্গে রাজনীতি করে এবং আমার প্রতিবেশী শাওয়াল তাকে মারপিট করেছে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “কসবামাজাইলে একজনকে মারপিট করা হয়েছে এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত