• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জুলাই ঘোষণাপত্র’ নির্দিষ্ট দলের চেতনা প্রকাশ পেয়েছে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক    ৭ আগস্ট ২০২৫, ০৬:০৬ পি.এম.
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে রাজনীতির ময়দানে গুঞ্জন উঠেছে। ‘জুলাই ঘোষণাপত্রে ইসলামপন্থিদের অবদান মূল্যায়িত হয়নি। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ।’

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করলেও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে ।

তিনি বলেন, ‘বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। নির্দলীয় সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।’


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের ওহি এনেছেন : পাটওয়ারী
লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের ওহি এনেছেন : পাটওয়ারী
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে
কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইউনুছ আহমাদ
কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইউনুছ আহমাদ