সারিয়াকান্দিতে হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার


বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর শিমুলতলা গ্রামে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারাত্মক হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ পান্না মিয়াকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। সোমবার বিকালে থানায় হারেস মিয়া ও তার পরিবারের নামে অভিযোগ করতে আসলে তাকে থানা থেকেই গ্রেফতার করেন সারিয়াকান্দি থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পান্না মিয়ার ছাগল প্রতিবেশী হারেস মিয়ার ঘাসের জমিতে প্রবেশ করে ঘাস খেতে থাকে। এ ঘটনায় ক্ষুব্ধ হারেস মিয়া ছাগলটি জমিতে বেঁধে রাখেন। এ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়।
ঘটনার একপর্যায়ে পান্না মিয়া লাঠি হাতে হারেস মিয়ার স্ত্রীকে আঘাত করে এবং পরবর্তীতে হারেস মিয়ার হাতে থাকা হাসুয়া কেড়ে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। প্রাণে বাঁচাতে হারেস মিয়ার মেয়ে মোছাঃ স্বপনা বেগম এগিয়ে এলে তাকেও হাসুয়ার আঘাতে গুরুতর জখম করা হয়।
আহতরা প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন, পরে অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, “এটি একটি পূর্বপরিকল্পিত নির্মম হামলা। অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টা, গুরুতর জখম ও নারী নির্যাতনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ