থাইল্যান্ডের পর্যটন খাতে নাজির সরকারের এক যুগের পথচলা


প্রায় এক যুগ আগে খুবই ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলেন ইয়াকুব ট্রাভেলসের মাধ্যমে। শুরুতে লক্ষ্য ছিল শুধুমাত্র বাংলাদেশের পর্যটকদের নিয়ে কাজ করা। সময়ের সঙ্গে সেই লক্ষ্য ও পরিধি দুই-ই বদলে গেছে। আজ থাইল্যান্ডের পর্যটন খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সফল নাম নাজির সরকার।
৩০ বছর আগে জীবিকার খোঁজে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। সেখানেই শুরু করেন সংসার জীবন। শুরুতে বিভিন্ন ব্যবসায় যুক্ত থাকলেও বর্তমানে তিনি একটি সফল ট্রাভেল এজেন্সির মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়াতে বসবাস করছেন তিনি।
নাজির সরকার বলেন, ‘শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। এ খাতে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। তবে আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ। ইতোমধ্যে বিশ্বের ২৫টি দেশ ঘুরেছি। সেই অভিজ্ঞতা থেকেই মাঝে মাঝে মনে হতো, ট্রাভেল ব্যবসা শুরু করলে মন্দ হয় না। ২০১২ সালে আমার ছোট ভাই ইমরুল কাওসার ইমন আমাকে এ ব্যবসা শুরু করতে উৎসাহ দেন। তিনিই আমার সাহসের উৎস ছিলেন। আমরা একসঙ্গে যাত্রা শুরু করি। তখন থেকেই পথচলা, যা আজও চলছে।’
তিনি আরও বলেন, ‘এই ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশের মাটিতে একজন বাংলাদেশি হয়ে নিজের ভাষাভাষীর পর্যটকদের সহায়তা করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের প্রতিষ্ঠানে রিটার্ন কাস্টমারের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ ছাড়াও বহু ট্রাভেল এজেন্সি আমাদের সঙ্গে গত ১২ বছর ধরে নিয়মিত কাজ করছে।’
থাইল্যান্ডে ব্যবসা পরিচালনা করা সহজ নয় বলেও উল্লেখ করেন তিনি। এখানে কঠোর নিয়ম-কানুন রয়েছে। আইন মেনে কাজ করতে হয়। কেউ যদি অবৈধ পথে কিছু করার চেষ্টা করে, তাহলে তার জন্য চড়া মূল্য দিতে হয়।
বর্তমানে ব্যাংকক, ফুকেট, ক্রাবি, পাতায়া, কো সামেদ ও কাঞ্চনাবুরিসহ থাইল্যান্ডের ১০টি জনপ্রিয় পর্যটন গন্তব্যে তার প্রতিষ্ঠানের রয়েছে ৪০টিরও বেশি স্টার মানের হোটেল, ট্যুর গাইড, ট্যুরিস্ট বাস, প্রাইভেটকার এবং ডে-লং ট্যুর সার্ভিসের ব্যবস্থা। সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি থাইদের আস্থা অর্জনেও সক্ষম হয়েছেন।
তার প্রতিষ্ঠান নাস ট্যুর অ্যান্ড ট্রাভেল (NAS Tour and Travel) বর্তমানে শুধু বাংলাদেশি নয়-ভারত, নেপাল, হংকং এবং ইংল্যান্ডের পর্যটকদেরও সেবা দিচ্ছে।
ভিওডি বাংলা/জা
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় এমইভি চালু
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করার দাবি …

২৬ প্রবাসী জুলাই যোদ্ধা এখনও কারাগারে বন্দি
জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রবাসীদের অবদান ছিল উল্লেখযোগ্য। ওই …

মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১ দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ২৬ …
