• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বোর্ড সভায় অনলাইনে যুক্ত থাকবেন বিসিবি সভাপতি বুলবুল

স্পোর্টস ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৯ আগস্ট)। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় বোর্ড পরিচালকরা সরাসরি উপস্থিত থাকবেন, তবে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থান করায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চুয়ালি (অনলাইনে) সভায় অংশ নেবেন।

গত মে মাসে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি বুলবুলের সভাপতিত্বে আরেকটি গুরুত্বপূর্ণ সভা হতে যাচ্ছে। একইভাবে দেশের বাইরে অবস্থান করায় বোর্ডের আরেক পরিচালক ফাহিম সিনহাও সভায় অনলাইনে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

সভায় প্রধান আলোচ্য বিষয় হিসেবে থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা। পাশাপাশি জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনা করা হবে।

এদিকে, বিসিবি সভাপতি বুলবুল আগামী ১৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে। এর আগেই জাতীয় দলের এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। আজ বুধবার (৬ আগস্ট) থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ১৫ আগস্ট পর্যন্ত। 

ক্যাম্পের শুরুতে খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যা পরিচালনা করছেন ট্রেনার নাথান কেলি। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং পর্ব।

ছুটি শেষে আগামী ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্প। পাশাপাশি এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনাও করছে বিসিবি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিফা র‍্যাংকিংয়ে এখন ১৩৩ নম্বরে ভারত
ফিফা র‍্যাংকিংয়ে এখন ১৩৩ নম্বরে ভারত
মেসিকে ছাড়া মায়ামির বড় হার
মেসিকে ছাড়া মায়ামির বড় হার
কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ