• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার হস্তান্তর করলেন উপাচার্য

   ৪ আগস্ট ২০২৫, ০৮:১০ পি.এম.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩-২০২৪ সেশনের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তীর্থ দাসের হাতে রূপালী ব্যাংকের দেওয়া অটোমেটিক হুইল চেয়ার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (০৪ আগস্ট) বিকালে হুইল চেয়ারটি উপাচার্যের অফিস কক্ষে হস্তান্তর করা হয়। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এই হুইল চেয়ার দিয়ে সহায়তা প্রদান করায় রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অটোমেটিক এই হুইল চেয়ার পেয়ে এখন থেকে তীর্থ দাসকে আর অন্যের উপর নির্ভর করে চলতে হবে না উল্লেখ করে উপাচার্য বলেন, এখন তীর্থ দাস একাই হুইল চেয়ার চালিয়ে তার ক্লাসে যেতে পারবে। এর ফলে একদিকে তার চলাচল অনেক সহজ হলো এবং তার মাতার পরিশ্রম অনেক কমে গেল।’ ব্যাংক কর্তপক্ষকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বিশ্ববিদ্যালয়কে একটি এ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রতির বিষয়টি মনে করিয়ে দিয়ে দ্রুত প্রদানের আহ্বান জানান। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, রূপালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ জোনাল অফিসের ডিজিএম ও জোনাল ম্যানেজার নাসরিন সুলতানা, ত্রিশাল কর্পোরেট শাখার এজিএম ও শাখা প্রধান মো. মাসুম, ময়মনসিংহ জোনাল অফিসের প্রিন্সিপ্যাল অফিসার মো. ইমরান হোসাইন এবং তীর্থ দাসের মা তাপসী রাণী দাস উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য তীর্থ দাস ছোটবেলা থেকেই ডুচেন মাসকুলার ডিস্ট্রোফি (ডিএমডি) রোগে ভুগছিলেন বলে তার মা জানান। তবে রোগ ধরা পড়ার পর দেশে ও বিদেশে চিকিৎসা করেও তাকে সুস্থ্য করা সম্ভব হয় নি। তীর্থের মা জানান এই রোগের নিরাময় সম্ভব নয় বলে চিকিৎসক জানিয়েছেন। তীর্থ দাস ও তীর্থের মা তাপসী রাণী দাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রূপালী ব্যাংককে কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জানান।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামারিদের জন্য ‘ডিজিটাল খামারি’ অ্যাপ চালু
খামারিদের জন্য ‘ডিজিটাল খামারি’ অ্যাপ চালু
উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ
উচ্চশিক্ষা ও গবেষণা প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাকৃবিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত