• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০৩:১৯ পি.এম.
লিওনেল মেসি-ছবি সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, মেসির ডান পায়ের পেশিতে ‘সামান্য’ চোট ধরা পড়েছে, যা গুরুতর নয়।

তবে এই চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। ঠিক কবে তিনি ফিরবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি ক্লাবটি।

গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পান মেসি। খেলার চেষ্টা করেও একাদশ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন এই ৩৮ বছর বয়সী তারকা।

গত মৌসুমেও একাধিক চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি মেসি। বয়সের কারণে শারীরিক ধকল সামলানো তার জন্য এখন আরও কঠিন হয়ে পড়েছে, যা ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে।

তবে রোববার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ‍‘পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, মেসির ডান পায়ের পেশিতে মাইনর ইনজুরি রয়েছে। চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করে তাকে খেলার ছাড়পত্র দেওয়া হবে।’

লিগস কাপে মেসির ফেরার সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মোট ৩৬টি ক্লাব নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে তারা ২-১ গোলে জয় পায়, আর দ্বিতীয় ম্যাচে নেকাক্সার বিপক্ষে টাইব্রেকারে জিতে আরও দুই পয়েন্ট সংগ্রহ করে।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বুধবার। এরপর রোববার থেকে শুরু হবে মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম।

চোট পাওয়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। এমএলএসে এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি যৌথভাবে শীর্ষে আছেন। লিগস কাপের প্রথম ম্যাচে দলের দুটি গোলই আসে তার পাস থেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের
চীনে রানার্স আপ বাফুফে একাডেমি, গোল্ডেন বুট তাহসানের