• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লোহাগড়ায় আন্তঃ জেলা ডাকাত চক্রের ৯ সদস্য আটক

নড়াইল প্রতিনিধি    ৩ আগস্ট ২০২৫, ০৭:১০ পি.এম.

লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় হতে আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য ও ৭ মোটরসাইকেল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (২ আগষ্ট) আনুমানিক রাত ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে এস আই আবুল কালাম আজাদ ও এএসআই আবুল হোসেন সহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তাদের কাছে থাকা ৭ টি মোটরসাইকেল উদ্ধার করে লোহাগড়া থানায় আনা হয়। 

সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হলো লোহাগড়া ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের আছাদ মোল্যার ছেলে ১)তনু মোল্যা, পাংখারচর গ্রামের কাজি দিদারুল আলমের ছেলে ২) কাজি অমিত ( নৌবাহিনীর চাকুরী চুত্য সদস্য),যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে ৩) শামীম রেজা, কুল্লা গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ৪)মোঃ শাওন রহমান,সোনাপুর গ্রামের মোঃ মোসলেম আলীর ছেলে ৫) মোঃ হাফিজুর রহমান (চাকুরী চুত্য সেনা সদস্য),৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামের মোঃ ফিরোজ হোসেনের ছেলে মোঃ আলামীন হোসেন,৭)একই গ্রামের কালা মিয়া শেখের ছেলে মোকলেস শেখ,৮) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ঘোপপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ রানা, ও ৯) একই গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ এজাজ আহম্মেদ (পুলিশ সদস্য) বর্তমান কর্মস্থল সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাড়ি। এঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং২ তারিখ ২ আগস্ট ২০২৫।ধারা দন্ড বিধি ৩৯৯,৪০২ আদালতে প্রেরন করা হয়েছে। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার সহ ৭ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা ডাকাতি করার উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাঁদেরকে গ্রেফতার করা হয়। এবং তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রাক বাংলা উৎসব
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
সৈয়দপুরে ৫৪তম সমবায় দিবস পালিত
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ
পাথরঘাটায় ১ ট্রলারে ১৪০ মণ ইলিশ