• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে: নাহিদ ইসলাম

   ২ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পি.এম.
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম শুধু পরবর্তী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিলে চলবে না, বরং অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তা কার্যকর করতে হবে

শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের ইশতেহারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এরই ধারাবাহিকতায় আমরা ‘জুলাই পদযাত্রা’ সম্পন্ন করেছি। যারা এতে অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার জুলাই সনদ প্রকাশ করবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।

তবে তিনি জানান, সনদের সব বিষয়ের ওপর ঐকমত্য হলেও কিছু বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। ঐকমত্য কমিশন এখনও এসব বিষয়ে বা সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে দলগুলোকে কিছু জানায়নি। বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সব দল এতে স্বাক্ষর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং তার ভিত্তিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ বা গণপরিষদ গঠিত হতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ সনদ কার্যকর করতে হবে, এটাই আমাদের জোরালো দাবি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির
১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির
পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় ভারত: হান্নান মাসউদ
পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় ভারত: হান্নান মাসউদ
পিআর হলে জনগণের অংশগ্রহণ থাকবে না: কর্নেল অলি
পিআর হলে জনগণের অংশগ্রহণ থাকবে না: কর্নেল অলি