• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদের বাইরে সংবিধান সংশোধনের সুযোগ নেই: আমীর খসরু

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৩:০৭ পি.এম.
আমীর খসরু মাহমুদ চৌধুরী-ছবি সংগৃহীত

সংবিধান সংশোধনের জন্য সংসদই একমাত্র বৈধ মাধ্যম-সংসদের বাইরে এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‌‘সংবিধান সংশোধনের বিষয়টি বর্তমানে আলোচনার মধ্যে আছে। তবে এই সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে। এজন্য প্রতিটি রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। জনগণের সিদ্ধান্ত নিয়েই সংসদে বিষয়টি উত্থাপন ও পাস করতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই যদি কোনো পরিবর্তন আনতে হয়, সেটি অবশ্যই সংসদের ভেতরে হতে হবে। সংসদের বাইরে কোনো প্রক্রিয়া বা পথ সংবিধান সংশোধনের জন্য গ্রহণযোগ্য নয়। যারা নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা প্রকৃত অর্থে গণতন্ত্রে ও সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না।’

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যতই সংস্কার করি না কেন, রাজনৈতিক সংস্কৃতি না বদলালে তা কাজে আসবে না। সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও ঐক্য গড়ে তুলতে না পারলে জাতীয় স্বার্থে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।’

গত ৫ আগস্টের পর বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে ঐক্য নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে আমীর খসরু বলেন, ‘আমি কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তাধারা থাকতেই পারে। যেখানে আমরা একমত হতে পারি, সেখানে ঐক্যবদ্ধ থাকব। বাকিটা জনগণের আদালতে তোলা হবে। কারণ, জনগণই এই দেশের মালিক।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি
আইন উপদেষ্টাকে এনসিপির চিঠি
আইন উপদেষ্টাকে এনসিপির চিঠি
৩শ’ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম
৩শ’ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: নাহিদ ইসলাম