• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রদল নেতা সৌরভ বহিষ্কার, চার নেতাকে শোকজ

   ১ আগস্ট ২০২৫, ১২:০২ পি.এম.
সৌরভ প্রিয় পাল-ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একইসঙ্গে তাকে সকল পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আরও চার সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে যাদের মধ্যে রয়েছেন:

সাবেক সহ-সভাপতি বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার, অপু চৌধুরী আকাশ।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম জানিয়েছেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিস দখলের চেষ্টা ও হামলার ঘটনায় জড়িত থাকায় সৌরভ প্রিয় পালকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্টতা যাচাইয়ে চার নেতাকে শোকজ করা হয়েছে।

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ২০টি থানার আহবায়ক কমিটি ঘোষনা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ২০টি থানার আহবায়ক কমিটি ঘোষনা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
কেন্দ্র দখল করে ক্ষমতা বসার স্বপ্ন যুব সমাজ রুখে দিবে : আতাউর
কেন্দ্র দখল করে ক্ষমতা বসার স্বপ্ন যুব সমাজ রুখে দিবে : আতাউর