সাংবাদিক কাজী সাইফুলের বাবার দাফন সম্পন্ন, শোক প্রকাশ


জিটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক ইন্টারন্যাশনাল প্রত্রিকার বার্তা সম্পাদক কাজী মাজারুল ইসলাম সাইফুলের বাবা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কাজী আকমল হোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটায় ঢাকার ইবনে সিনা স্পেশালাইজড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন তিনি নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন ।
মৃত্যুকালে কাজী আকমল হোসেনের বয়স হয়েছিল (৮৮) বছর। তিনি স্ত্রী, চার ছেলে, ও চার মেয়ে রেখে গেছেন।
চলতি মাসের (১৪ জুলাই) কুমারখালী উপজেলার দূর্গাপুরের গ্রামের বাড়ি থেকে হৃদরোগে আক্রান্ত হলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৮ জুলাই ঢাকায় স্পেশালাইজড় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বুধবার বাদ জোহরের নামাজ শেষে দূর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে দূর্গাপুর কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
ভিওডি বাংলা/মোশারফ/এম
চৌমুহনীতে ছাত্রলীগ-আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩
নোয়াখালী চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের …

আসাদুজ্জামান নূরের মামলায় ১২ বছর পর কবর থেকে লাশ উত্তোলন
নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের …
