• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাকিব, ফাহিমের নেতৃত্ব ইবির যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি

ইবি প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৩:৪৫ পি.এম.
সাকিব বাবু চাকলাদার ও ফাহিম মাহমুদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির' নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার এবং সাধারণ সম্পাদক পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফাহিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) সংগঠনটির উপদেষ্টামণ্ডলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে আছেন মো. তাওহীদ হাসান, নওশীন পর্ণিনী সুম্মা, শাকিব ইবনে হায়দার এবং শামীম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মুমতাহিনা রিনি, মো. আশিকুল ইসলাম, আব্দুল আজিজ, সাইদ আফ্রিদী ও ইকরামুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে আজাদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাষ দাস, অর্থ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান তুহিন, সহ-অর্থ সম্পাদক হিসেবে বুরহান উদ্দিন,দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল জুবায়ের, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. খায়রুজ্জামান, প্রচার সম্পাদক হিসেবে আবিদ হাসান ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. সাইফুল্লাহ আল যুবায়ের, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ, সহ-সমাজ কল্যাণ হিসেবে মো. আতিকুর রহমান সাজু, আইন বিষয়ক সম্পাদক হিসেবে মো. আবু শোয়াইব, সহ আইন বিষয়ক সম্পাদক ডি.এম আবু হানিফা, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আবু সুফিয়ান, সহ-শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে মো. রাশেদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। 

এছাড়া কমিটিতে আরও আছেন ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নয়ন পারভেজ, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মো. বোরহান উদ্দীন, নারী বিষয়ক সম্পাদক আফরিন খাতুন, সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে সোনিয়া খাতুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ইয়ামিন হুসাইন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল করিম শুচি, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আসাদ হুসাইন ও তৃপ্তি লতা ঘোষ দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারদিন মোহাম্মদ, সাহেদ ইসলাম, কানিজ ফাতিমা অনন্যা, তানমিন জাহান তুর্জা, মো. সানোয়ার হোসেন এবং নিশাত তাসনিম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফাহিম মাহমুদ বলেন,"যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী জেলা সমিতি,১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সংগঠনটি যশোর জেলার ছাত্রদের কল্যানে কাজ করে যাচ্ছে।আমি অত্র সংগঠনের সকল  সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমাকে সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য। আমি যেন আমার দায়িত্ব স্বচ্ছতার সাথে পালন করতে পারি।আমাদের সকলের আন্তরিকতা,সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রিয় যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি সুনামের সাথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।"

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাকিব বাবু চাকলাদার বলেন,ধন্যবাদ জানাই যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সকল সদস্যকে আমাকে এই মহান দায়িত্বে নির্বাচিত করার জন্য। আমি ছাত্রদের কল্যাণে স্বচ্ছতা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্রদের অধিকার রক্ষা এবং শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রাখবো ইন শা আল্লাহ । এক্ষেত্রে সমিতির সবার সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি। আমরা একসাথে এগিয়ে যাবো, যশোরের গৌরব, সম্মানকে আরও সমুন্নত করবো।"

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক ট্যাগ এড়িয়ে যাওয়া সেই এষা এখন ছাত্রদলের নেতা
রাজনৈতিক ট্যাগ এড়িয়ে যাওয়া সেই এষা এখন ছাত্রদলের নেতা
ডাকসু ভোটে আলোচনায় যারা
ডাকসু ভোটে আলোচনায় যারা
একাদশে ভর্তি, অনলাইনে আবেদন শুরু
একাদশে ভর্তি, অনলাইনে আবেদন শুরু