• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০১:৩৩ পি.এম.

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বাজার এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত ৬ জন আহত হন।

আহতরা হলেন—পাট্টা গ্রামের মশিউর রহমান বাদশা (৬৫), তার ছেলে লুৎফর রহমান (৪০), গোরাই শেখের ছেলে আলেপ শেখ (৫৬), বিলপাড়া গ্রামের মৃত তাছের উদ্দিন শেখের ছেলে শফি শেখ (৫৫), সবুজ শেখ (৩০) এবং পূর্ববাগদুলী গ্রামের শুকুর মোল্লা (৩০)।

আহতদের মধ্যে মশিউর, লুৎফর ও শুকুরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শফি ও আলেপ শেখ ফরিদপুরে এবং সবুজ শেখ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাট্টা বাজারে বিএনপির হারুন গ্রুপের বাদশা ও লুৎফরের সঙ্গে সাবু গ্রুপের সবুজ ও সেন্টুর কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের সমর্থকরা।

হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমান বাদশা অভিযোগ করে বলেন, “সবুজ ও সেন্টুসহ ২০-২৫ জন আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে ও আমার ছেলেকে কুপিয়ে জখম করে। তারা আমার দোকান ভাঙচুর ও লুটপাট করে, এমনকি আমার বাড়িতেও হামলা করে।”

পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মুরাদ বিশ্বাস বলেন, “পাংশা থেকে আসা কিছু লোকজন আমার কর্মীদের উপর হামলা চালায়। এতে আমাদের চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।”

পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল আলম আকুল বলেন, “আমরা কয়েকজন চা খেতে পাট্টা ইউনিয়ন বিএনপির অফিসে যাচ্ছিলাম, পথে জানতে পারি পাট্টা বাজারে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে। সেখানে গিয়ে কাউকে পাইনি। পরে শাহিনের বাড়িতে গেলে মুরাদ বিশ্বাসের নেতৃত্বে ৪০-৫০ জন বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ঘিরে ফেলে। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পেছন থেকে আমাকে কোপ দেয়ার চেষ্টা করে। আমি প্রশাসনের কাছে এসকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাট্টায় দুই গ্রুপের সংঘর্ষ চলছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।”

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ
বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ