ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার


মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় রেজাউল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তার রেজাউল হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আকস্মিক বৃষ্টি শুরু হলে সে পথের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে থাকা রেজাউল হাওলাদার কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহায়তায় দুপুরেই অভিযুক্ত রেজাউল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে পথেঘাটে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল।
ভিওডি বাংলা/মোঃ মাহিন খান/এম
স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড …

ঝালকাঠি সরকারী মহিলা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
ঝালকাঠি সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিনের বিরুদ্ধে অর্থ …

কিশোরগঞ্জে বৃত্তি পরীক্ষা বাতিল করার প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বৃত্তি পরীক্ষায় বেসরকারি …
