• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিয়ের ৪ বছর পরও সংসার করার মানুষ খুঁজে পাননি তমা!

বিনোদন ডেস্ক    ২৯ জুলাই ২০২৫, ০৫:০৪ পি.এম.
অভিনেত্রী তমা মির্জা ছবি: সংগৃহীত

নানা আলোচনা সমালোচনার জন্মদিয়ে যিনি ঢালিউডপাড়া মাতিয়ে রাখেন এমন একজনের সাথে আজকে আপনাকে পরিচয় করিয়ে দিব। নাচ দিয়ে শুরু হলেও এখন পুরোপুরি চলচ্চিত্রের মানুষ তমা মির্জা। বিভিন্ন সময় সমালোচকদের প্রশংসার পাশাপাশি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যে কয়টি ছবিতে অভিনয় করেছেন, প্রতিটির চরিত্রই ছিল ভিন্ন। সর্বশেষ ‘দাগি’ সিনেমায় তাঁর অভিনয়ও আলোচিত হয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া শিহাব শাহীনের ছবি ‘দাগি’তে দর্শকনন্দিত হয়েছে এই অভিনেত্রী। তার আগে চরকিতে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘আমলনামা’তেও প্রশংসা কুড়ান তমা মির্জা। তবে এরপর আর তাঁর নতুন কোনো কাজের ঘোষণা আসেনি।

এই অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে তমা বলেন, ‘আসলে এখনই কিছু বলতে চাই না। কোন ছবির কাজ আগে শুরু করব, এখনো চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলতে পারি, যা হবে, হয়তো দারুণ কিছুই হবে।’

তমা মির্জার ভাষায়, ‘দাগি’ ও ‘আমলনামা’ তাঁর ক্যারিয়ারে বিশেষ মাত্রা যুক্ত করেছে, ‘দুটি ছবির গল্প ও চরিত্র একেবারে আলাদা। এতে করে তাঁদের আগ্রহ তৈরি হয়, পরবর্তী কাজের জন্য অপেক্ষা করেন।’ একজন অভিনেত্রী হিসেবে এ ধরনের ভিন্নতা খুবই গুরুত্বপূর্ণ। দর্শকও চান অভিনয়শিল্পীকে বিভিন্ন রূপে দেখতে।

বিয়ে নিয়ে জানতে চাইলে তমা বলেন, চার বছর আগে প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে সংসারজীবনের ইতি টেনেছি। তবে এ মুহূর্তে কোনো শুটিং নেই, নতুন গল্প শোনা, সিনেমা দেখা আর নিজেকে সময় দেওয়ার মধ্যেই কেটে যাচ্ছে দিন। ‘সিনেমা দেখতে খুব ভালোবাসি। সব ধরনের সিনেমাই দেখি—নতুন, পুরোনো, দেশি, বিদেশি। সম্প্রতি “সাইয়ারা” দেখলাম। ছবির নায়িকার অভিনয় দেখে সত্যি মুগ্ধ হয়েছি।

যখন অভিনয়ের বাইরে থাকি, নিজেকে সময় দেয়ার চেষ্টা করি। গান শুনি, বই পড়ি, রান্না করি। আমার কাছে রান্নাও একটি শিল্প। রান্না করতে ভালোবাসি। রান্না করে খাওয়াতে ভালো লাগে। নতুন নতুন রেসিপি ট্রাই করি। এটা আমার জন্য আনন্দের কাজ। গরুর মাংস, মুরগি, হাঁস, খাসি—সব মাংসের কারি আমার হাতে ভালো হয়, সবাই মজা করে খায়।

তিনি আরও জানান রান্নার চেয়েও বেশি ভালোবাসি একা থাকা। ভাবি, জীবনে কী ভুল করেছি, কেন করেছি। কীভাবে শোধরানো যেত। এই একাকিত্বই আমাকে নতুন করে ভাবতে শেখায়।’ এখনো কি কিছু ভুল করছি?
বিয়ে সংসার নিয়ে জানতে চাইলে বলেন, বিয়ে নিয়ে এখন তেমন করে ভাবছি না। আপাতত অভিনয়ই তাঁর প্রথম ও প্রধান ভাবনা। কাউকে বিয়ে করে সংসার করব—এমন মানুষ এখনো পাইনি। ‘সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। প্রেম বারবার আসতে পারে। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি—এটাও নিছক মিথ্যা হবে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তাঁর সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব।

বেশির ভাগ কাজের পরিচালক রায়হান রাফী। রায়হান রাফীকে বিয়েও করে ফেলবেন এমনটাও চর্চা হচ্ছে। তবে এ বিষয়ে আমার অবস্থান স্পষ্ট, সুড়ঙ্গ’র পর রায়হান রাফীর সঙ্গে বড় পর্দায় আমার আর কোনো কাজ হয়নি। ও তবে বর্তমানে আমাদের একসঙ্গে কাজের সম্ভাবনা আছে বলে মনে হয় না। অবশ্যই রাফী একজন ভালো পরিচালক। এসব কারণেই হয়তো বলা হয়েছে, রাফী-তমা অফ স্ক্রিনেও একটি সফল জুটি। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনি পদক্ষেপ নেবেন শাবনূর
আইনি পদক্ষেপ নেবেন শাবনূর
অপু বিশ্বাসের সহায়তায় ওমরাহ করতে গেলেন ব্যবসায়ী
অপু বিশ্বাসের সহায়তায় ওমরাহ করতে গেলেন ব্যবসায়ী
বলিউডের ৫ ট্র্যাজিক লাভ স্টোরি
বলিউডের ৫ ট্র্যাজিক লাভ স্টোরি