• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৩:০৪ পি.এম.

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর মৌজায় জমি নিয়ে সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জমি দখলের অভিযোগ করেছেন মো. ইউসুফ আলী প্রামানিক। অন্যদিকে, সাবেক স্ত্রী মোছা. নুরুননাহার বেগম (ওরফে নুরজাহান বেগম) দাবি করেছেন, ওই জমি তার বাবার দেওয়া দানস্বরূপ সম্পত্তি এবং ইউসুফ একজন প্রতারক।

ইউসুফ আলী জানান, ২০০১ সালে শ্বশুর আব্দুল মতিনের কাছ থেকে ১৪ শতাংশ জমি ৫ হাজার টাকায় কিনে নেন। এর মধ্যে ৭ শতাংশ তার নামে এবং বাকি ৭ শতাংশ স্ত্রী নুরজাহানের নামে সাব-কবলা দলিলে রেজিস্ট্রি হয়। তবে পরবর্তীতে তাদের দাম্পত্য কলহের জেরে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং তিনি ওই জমির দখল থেকে বঞ্চিত হন।

তার দাবি, জমি দখলের চেষ্টা করলে মারধর ও হত্যাচেষ্টার শিকার হন। এমনকি আদালতের আদেশে সাইনবোর্ড টানানোর পর তা ভেঙে ফেলা হয়। তিনি এ নিয়ে একাধিক মামলা করেছেন এবং এক পর্যায়ে আদালত থানার এসআইকে তদন্তের দায়িত্ব দেন, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।

অন্যদিকে, নুরজাহান বেগম পাল্টা অভিযোগে বলেন, “আমার বাবাই আমার ভবিষ্যতের কথা ভেবে জমি দেন। কিন্তু ইউসুফ প্রতারণা করে নিজের নামে দলিল করে নেয়। সে আমাদের মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। আমার ছেলেকে নিয়েও নিরাপত্তাহীনতায় আছি।”

তার ভাই নুর ইসলাম খান বলেন, “ইউসুফ কোর্টে একাধিক মামলা করেছে। কিন্তু সর্বশেষ মামলায় আদালত আমাদের পক্ষেই রায় দিয়েছেন। আমার বোন তার সন্তানের ভবিষ্যতের জন্য অনেক কষ্ট করেছেন। ওই জমি তার প্রাপ্য।”

রাজবাড়ী সদর থানার এস আই জোহা বলেন, এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াই চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী জমি বুঝিয়ে দেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারিয়াকান্দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সারিয়াকান্দিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুবচনর উদ্যোগে পাবনা কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত