জাবিতে ছাত্রদলের তিন মাসের টিকাদান কর্মসূচির সফল পরিসমাপ্তি


বিশ্ববিদ্যালয় মানে শুধু ক্লাস আর পরীক্ষার সীমাবদ্ধতা নয়—এটি হচ্ছে চিন্তার বিস্তার, নেতৃত্বের বিকাশ, আর সামাজিক দায়িত্ববোধের বাস্তব অনুশীলন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের তিন মাসব্যাপী হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফা- ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা'- নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ফ্রিতে "হেপাটাইটিস বি ভ্যাকসিন" প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি শাখা।
গত মে মাস থেকে চলমান এই ‘হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন’ কর্মসূচিতে মোট ৪,২৪৫ জন শিক্ষার্থী এই ফ্রি ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় এসেছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজের প্রতিটি ধাপ শিক্ষার্থীদের মাঝে সাড়া জাগিয়েছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, আবার কেউ কেউ দীর্ঘ লাইন দিয়েও অপেক্ষা করেছেন এই স্বাস্থ্যসেবার অংশ হতে।
জাবি শাখা ছাত্রদলের ভাষ্যমতে, এই কর্মসূচিকে সফল করার জন্য নিবিড়ভাবে কাজ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এবং জাবি ছাত্রদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
ভ্যাকসিন গ্রহণকারী এক শিক্ষার্থী বলেন "ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন একটি ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল। আগে কখনও বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এমন উদ্যোগ নিয়েছে কি না, আমার জানা নেই। জাবি ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ।"
বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, “ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ ছিল। জাবি ছাত্রদলকে এমন সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”
জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন, তার ২৬ নম্বর দফায় ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রদলের পক্ষ থেকে তিন মাসব্যাপী হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম পরিচালনা করেছি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজসহ পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। "
আরেক যুগ্ম আহ্বায়ক কে এম রিয়াদ বলেন, "সচেতনতার অভাবে বাংলাদেশে প্রতিদিন লিভার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেটা মূলত হেপাটাইটিস বি ভাইরাস থেকে সৃষ্টি হয়। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে এবং তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে দশ হাজার শিক্ষার্থীর জন্য এই ফ্রী টিকার আয়োজন করে। যেটা সফল হয়েছে বলে আমি মনে করি।"
এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের প্রতিটি নেতাকর্মীর প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীবান্ধব কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেষ্টা করেছি এমন সব উদ্যোগ নিতে, যা সরাসরি শিক্ষার্থীদের উপকারে আসে। ভবিষ্যতেও জাবি ছাত্রদল শিক্ষার্থীদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের পাশে থেকে কাজ করে যাবে ইনশাআল্লাহ।"
উল্লেখ্য, হেপাটাইটিস বি একটি গুরুতর লিভার সংক্রমণ, যা রক্তের মাধ্যমে ছড়ায় এবং যথাসময়ে প্রতিরোধমূলক টিকা গ্রহণই এ ভাইরাস থেকে বাঁচার কার্যকর উপায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ‘হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন’ কর্মসূচি গ্রহণ করেছিল জাবি শাখা ছাত্রদল। মে মাস থেকে চলমান এই কর্মসূচিতে তিন ডোজে মোট ৩০ হাজার টিকার ব্যবস্থা করা হয়েছিল
এই কর্মসূচির অংশ হিসেবে যেসব শিক্ষার্থী হেপাটাইটিস বি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় ২৬ জুলাই থেকে চালু করা হয়েছে চিকিৎসাসেবা। রাজনৈতিক সংগঠন হিসেবে ছাত্রদলের এই ভূমিকা কেবল স্বাস্থ্যসচেতনতার বিস্তার নয়, বরং শিক্ষাঙ্গনে ইতিবাচক সক্রিয়তার এক অনন্য নজিরও বটে।
ভিওডি বাংলা/আমির ফয়সাল/এম
রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা …

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীদের আন্দোলন
প্রাণিসম্পদ সেক্টরের বৃহৎ স্বার্থে কম্বাইন্ড ডিগ্রির (ভেট সাইন্স এন্ড এএইচ) …

বৈষম্য নিরসনের দাবিতে মর্ডান মোড় অবরোধে বেরোবি শিক্ষার্থীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে …
