• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাঁদলেন উমামা, বললেন– জুলাই কেন মানি মেশিন হবে?

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ১১:৫৩ এ.এম.
উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা প্রশ্ন তুলেছেন, –জুলাই কেন মানি মেকিং মেশিন হবে?– রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, –আনফরচুনেটলি সেটা হয়েছে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী লাইভে তিনি বলেন, কারও ক্ষতি বা অসম্মান করার উদ্দেশ্য তার নেই। তবে আন্দোলনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, –আমরা স্লোগান দিতে দিতে ভাবিনি, শিশুরা রাস্তায় নামবে, জীবন দেবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করেছি, কারণ আমরা একটা স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্ন থেকেই টিকে ছিলাম এক বছর।–

উমামা জানান, ৫ আগস্টের পর তিনি আর আন্দোলন চালিয়ে যেতে পারেননি। দেশকে বড় পরিসরে কিছু দেওয়ার আকাঙ্ক্ষা থেকে ছাত্র ফেডারেশন থেকে সরে এসে স্বাধীনভাবে কাজ শুরু করেন। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। কারণ, তিনি প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

তিনি বলেন, আন্দোলনের সময় যে ৫২, ৬২ বা ১৫৮ জন সমন্বয়কের কথা বলা হয়, তারা অনেকেই তেমন সক্রিয় ছিলেন না। –মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছে। আমি বরং সমন্বয়কদের চেয়ে অন্যদের কাছ থেকেই বেশি সহযোগিতা পেয়েছি।

উমামা অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিভিন্ন র‌্যালি ও কর্মসূচিতে সমন্বয়ক পরিচয়ে অনেকেই অবস্থান দখল করেছে, কেউ কেউ চাঁদাবাজিতেও জড়িয়েছে। –এখন কি সমন্বয়করা আওয়ামী লীগের রক্ষীবাহিনীর মতো হয়ে যাচ্ছে? আস্তে আস্তে সব জায়গা দখল করে ফেলছে তারা।

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের নামে কেউ কেউ টেন্ডার, তদবির এমনকি ডিসি নিয়োগেও প্রভাব খাটাচ্ছে। –আমি ভাবিনি এই আন্দোলন দিয়েও টাকা কামানো যায়। মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করলাম, অনেকেই তাই করছে।

নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক অভিযোগ নিয়ে তিনি বলেন, –অনেকে বলে আমি কত হাজার কোটি টাকা কামিয়েছি? আমি বলব, আমার ভালো জীবন আছে, ভালো পরিবার আছে। স্কলারশিপের প্রয়োজন নেই। আমার পরিবার চায় আমি দেশের জন্য কিছু করি।

উমামা বলেন, এসব প্রশ্ন তোলার কারণেই তার অনেক শত্রু তৈরি হয়েছে, অনেকে ভুল বুঝেছে। তবুও তিনি আশাবাদী, কারণ জেলার পর জেলা ঘুরে দেখে বুঝেছেন– দেশের বহু তরুণ এখনো দেশ গড়ার স্বপ্ন দেখে। তারাই এখন আশার প্রতীক।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদাবাজির সময় আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি
চাঁদাবাজির সময় আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে: জিল্লুর রহমান
অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে: জিল্লুর রহমান
কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোনো কর্মসূচিতে না যাওয়ার আহ্বান-যুবদলের সভাপতি
কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোনো কর্মসূচিতে না যাওয়ার আহ্বান-যুবদলের সভাপতি