গাইবান্দা সাঘাটা থানায়
সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন


সাঘাটা থানার ভেতরে সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দিকে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। নিহত সিজু মিয়া গাইবান্ধা সদরের দুলাল মিয়ার ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাধারণ মানুষ থানায় গিয়ে যদি নিরাপদ না থাকে, তাহলে জনগণ বিচার পাবে কোথায়?” তারা অভিযোগ করেন, সিজু মিয়া থানায় গেলে তাকে হ|ত্যা করা হয়, অথচ পুলিশ বলছে এটি ‘মানসিক ভারসাম্যহীন ’। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তারা।
বক্তারা, অবিলম্বে হত্যার সঠিক তদন্ত, জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, পুলিশের পক্ষ থেকে জানানো হয় সিজু মিয়া মোবাইল হারানোর জিডি করতে গিয়ে সাঘাটা থানায় গেলে রহস্যজনকভাবে কর্তব্যরত পুলিশের উপর এলো পাতারি ছুরি কাঘাত করে পালিয়ে যাবার সময় পুকুরে লাভ দেয় এক দিন পড়ে পুকুর হতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি টিম । পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভিওডি বাংলা/ইমন মিয়া/এম
ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের দুর্ব্যবহারের অভিযোগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী …

রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ
চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ …

সড়ক দূর্ঘটনায় নিহতের মামলায় সানোয়ার গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি
পাবনায় সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার …
