• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘জাতিসংঘের কার্যালয় খোলা মানেই পরিস্থিত খারাপ নয়’

   ২৭ জুলাই ২০২৫, ০৩:৫৬ পি.এম.
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি-সংগৃহীত

সাভার প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ের (ইউএনএইচসিআর) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবার অর্থ এই নয় যে, আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি খারাপ।’

বিগত সরকারের সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবাধিকারের সীমাহীন লংঘন করা হলেওঅন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় সচেষ্ট বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৭ জুলাই) সকালে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে গণবিশ্ববিদ্যালয় আয়োজিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

ঢাকায় ইউএনের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিষয়ে কয়েকটি ইসলামপন্থী দল ও সংগঠনের আপত্তি প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যেই ক্ষমতায় আসুক তারা সবাই আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে সচেতন হবে। মূলত সে বিষয়টি মাথায় রেখেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ সংক্রান্ত ৩ বছরের সমঝোতা চুক্তি সইয়ের বিষয়ে অনুমোদন দেওয়া হয়।’

প্রসঙ্গত, বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই সমঝোতা স্মারকটিতে জাতিসংঘের পক্ষে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন।

এ উপদেষ্টা আরও বলেন, ‘আমরা মানবাধিকার সুরক্ষা করতে চাই। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় সরকারের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তা কল্পনীয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা যে কারণে সরকার বিভিন্ন আন্দোলন নমনীয়ভাবে মোকাবেলা করেছে। কাউকে কঠিনভাবে দমন করার পরিবর্তে সরকার সহনীয় নীতি গ্রহণ করেছে।’

সমাজে যেসব কারণে মব সৃষ্টি হয়, সেগুলোর কারণ বের করলে তাহলে সেটাও কমে আসবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সরকার কোনো ধরনের বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে না।’

উল্লেখ্য, এ অনুষ্ঠানে গণবিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আবুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের ‘ছাত্র প্রতিনিধি’র অস্তিত্ব নেই
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের ‘ছাত্র প্রতিনিধি’র অস্তিত্ব নেই
ইসির ৭১ কর্মকর্তা বদলি
ইসির ৭১ কর্মকর্তা বদলি
প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ ১০ বছর: সব দল একমত
প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ ১০ বছর: সব দল একমত