• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে সেনা অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০২:৫৬ পি.এম.

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারি।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করে।

অভিযানের নেতৃত্বে থাকা কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’

এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও সংশ্লিষ্ট মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনা সূত্র।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষে পৃথক দু’টি মামলা
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষে পৃথক দু’টি মামলা
সিরাজগঞ্জে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বাচ্চু'র বৃক্ষ রোপণ
সিরাজগঞ্জে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বাচ্চু'র বৃক্ষ রোপণ
বান্দরবানে অপরাধীদের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন
বান্দরবানে অপরাধীদের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন