• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

দগ্ধদের চিকিৎসায় সরকার আন্তরিক ও প্রতিজ্ঞ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ১০:১২ এ.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) রাতে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বলেন, -দগ্ধদের চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধসহ সবকিছু সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে।- তিনি জানান, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তাও নেওয়া হচ্ছে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মানসিক পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে সেখানে ৪ জন রোগী সংকটাপন্ন, ৯ জন গুরুতর এবং ২৩ জন মাঝারি ধরনের দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। রোগীদের মাল্টিডিসিপ্লিনারি পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রটোকল মেনে সবকিছু পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।

প্রধান উপদেষ্টা জানতে চান, অতিরিক্ত কোনো সরঞ্জামের প্রয়োজন আছে কি না। এ প্রসঙ্গে অধ্যাপক নাসির বলেন, যেসব অতিরিক্ত সরঞ্জাম প্রয়োজন ছিল, সেগুলো সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল সঙ্গে করে এনেছেন।

প্রধান উপদেষ্টা চিকিৎসক, নার্স এবং অন্যান্য সেবাদানকারীদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি যেসব বিদেশি এই দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, অ্যাম্বুলেন্স সংকট, রোগী স্থানান্তর এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতা দেখা গেছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়ায় সময় লেগেছে।

প্রধান উপদেষ্টা এসব সীমাবদ্ধতা চিহ্নিত করে দ্রুত সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেন এবং নির্দেশ দেন, আহতদের নিকটাত্মীয়দের প্রতি মানবিক ও যত্নশীল আচরণ বজায় রাখতে হবে।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব : প্রধান উপদেষ্টা
নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব : প্রধান উপদেষ্টা
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান