• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

মাদারীপুরে বিভিন্ন জেলার ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা

মাদারীপুর প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৭:৩৪ পি.এম.

মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন জেলার ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসা। অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসা মাঠ পরিনত হয় এক মিলন মেলায়। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন শিক্ষার্থীরা।

জানা যায়, কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন জেলায় দাওয়াত দেয়া হয়। এতে শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার ৩ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী এতে অংশ নেন। পরে তাদের পক্ষ থেকে অংশ নেয়াদের মধ্যে সেরা দুইজনকে স্বর্ণপদক, ৪ জনকে রৌপ্যপদক ও ২০ জনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। 

এছাড়া অংশগ্রহণকারী সবাইকে শান্তনা পুরষ্কারও দেয়া হয় আয়োজনদের পক্ষ থেকে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ৪জন বিচারক প্রতিযোগিতার ফলাফল মূল্যায়ণ ও ঘোষণা করেন।

শরিয়তপুর কওমী মাদ্রাসা থেকে আসা ওসমান লষ্কর বলেন, ‘আমি এখানে অংশ নিতে পেরে দারুণ খুশি। আগামীকে বড় একজন কুরআনের হাফেজ হতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক দুর এগিয়ে থাকতে চাই।’

কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান বলেন, ‘কুরআন প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছি। বিষয়টি খুবই ভাগ্যের ব্যাপার। অনেক শিক্ষার্থী চাইলেও এখানে আসতে পারেনি। আমাদের মাদ্রাসা থেকে প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আমাকে পছন্দ করেছে। তাই এসেছি।’

আরেক প্রতিযোগি মাহাবুব ইসলাম বলেন, ‘এখানে আসছি প্রতিযোগিতায় অংশ নিতে। প্রথম হওয়া বড় বিষয় নয়, এখানে অংশ নিতে পেরে অনেক মাদ্রাসার শিক্ষার্থীর সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এ যেন এক মিলন মেলা।’

কুরআন প্রতিযোগিতার আয়োজক ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন, সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বৃহৎ আকারে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

অনুষ্ঠানে সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন। এছাড়া এলাকার মানুষের ব্যাপক সহযোগিতাই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে শিয়ালের কামড়ে চর আষাড়িয়াদহে রেবিস আতঙ্ক
রাজশাহীতে শিয়ালের কামড়ে চর আষাড়িয়াদহে রেবিস আতঙ্ক
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য আটক
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে মাদকদ্রব্য আটক
সাতক্ষীরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাহাড় পরিমান দুর্নীতির অভিযোগ
সাতক্ষীরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাহাড় পরিমান দুর্নীতির অভিযোগ