রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সাদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজিম (১৫) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাকদুল এলাকার কাশেম মণ্ডলের ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাদ পাট্টা পশুরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং আহত আজিম মৌরাট পূর্ব বাকদুল গ্রামের আকুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. ফারুক ও নিহতের ভাই আবু তালহা জানান, শহিদুল ইসলাম তার এক অসুস্থ আত্মীয়কে দেখতে পাংশা হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আবু সাদের অবস্থার আরও অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয় সেখানেই পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা সম্পর্কিত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
বেতাগীর কাবিল আকন খাল কচুরিপানায় বন্ধ ভোগান্তিতে এলাকাবাসী
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কাবিল আকন খাল …

মাদারীপুরে দু"গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ৫
মাদারীপুর জেলার কালকিনি থানাধীন আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের শরীফ …

কুড়িগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা …
