• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইলস্টোনে ট্র্যাজেডি : নিহত বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুলাই ২০২৫, ০৬:৩১ পি.এম.
মাইলস্টোনের ঘটনায় বিধ্বস্ত বিমান। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। আহত অবস্থায় রাজধানীর সাতটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫০ জন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বরাতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সিএমএইচে ১৫ জন করে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন (অজ্ঞাত), এবং ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন। কারও মৃত্যু হয়েছে হাসপাতালে পৌঁছানোর পর, কেউ আবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান মাকিন নামের এক শিক্ষার্থী। তিনি গাজীপুর সদর উপজেলার কোনাপাড়ার বাসিন্দা এবং মোহাম্মদ হোসাইনের ছেলে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দুর্ঘটনায় প্রায় দেড় শতাধিক মানুষ আহত হন। অনেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও বর্তমানে ৫০ জন এখনও চিকিৎসাধীন, যার মধ্যে ৪০ জনই বার্ন ইনস্টিটিউটে। বাকি আটজন সিএমএইচে এবং একজন করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। এককভাবে ফ্লাইট পরিচালনাকারী লেফটেন্যান্ট তৌকির অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের নসিহত নির্বাচনে অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের নসিহত নির্বাচনে অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির
টিভিতে নির্বাচনী প্রচার সব প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব