টপ নিউজ
জাবিতে ফিস্টের জোড়া আয়োজন: ৩০ জুলাই ও ৫ আগস্ট
জাবি প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ১১:৩৬ এ.এম.


স্বাধীনতা দিবস এবং স্বৈরাচার সরকার পতন দিবস উপলক্ষে পাঁচ দিনের ব্যবধানে আগামী ৩০ জুলাই ও ৫ আগস্ট পরপর দুটি ফিস্ট (প্রীতিভোজ) পেতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আবেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, প্রতিবছর ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) এবং ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) জাবিতে শিক্ষার্থীদের জন্য ফিস্ট আয়োজন একটি নিয়মিত রীতি। তবে এবার কিছু প্রশাসনিক ও যৌক্তিক কারণে ২৬ মার্চের ফিস্ট নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। একাধিকবার তারিখ পরিবর্তনের পর আগামী ৩০ জুলাই স্বাধীনতা দিবসের প্রীতিভোজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতন উপলক্ষে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আরেকটি ফিস্টের আয়োজন করা হচ্ছে।
অধ্যাপক আবেদা সুলতানা জানান," এবারের প্রতিটি ফিস্টে মাথাপিছু ৩০০ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হবে ৩০ টাকা, হল প্রশাসন দেবে ৫০ টাকা এবং বাকি ২২০ টাকা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারে ৩০ জুলাইয়ের ফিস্টে মুরগি এবং ৫ আগস্টের ফিস্টে খাসির মাংসের সাথে পোলাও, ডিম, ডাল/সবজি, মিষ্টি এবং কোল্ড ড্রিংকস থাকবে"
এ বিষয়ে এক শিক্ষার্থী বলেন, “স্বাধীনতা দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন আয়োজন আমাদের আন্দোলনের ইতিহাস ও গৌরবকে আরও স্মরণীয় করে তুলবে।”
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এই দুই দিবসে প্রতিটি হলে ফিস্টের আয়োজন হয়ে থাকে। দিনটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
ভিওডি বাংলা/ আমির ফয়সাল/এস
জাবিতে উচ্চশিক্ষা বিষয়ক “Higher Study 360˚ শীর্ষক সেমিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দিনব্যাপী অনুপ্রেরণামূলক সেমিনার “Higher …
