• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুলি খেয়ে নিখোঁজ হৃদয়ের লাশ খুজতে তুরাগ নদীতে অভিযান

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুলাই ২০২৫, ০৭:৩৪ পি.এম.
নিখোঁজ হৃদয়ের লাশ খুজতে তুরাগ নদীতে অভিযান। সংগৃহীত ছবি

২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি খেয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র মো. হৃদয়ের (২০) লাশ উদ্ধারে তুরাগ নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়।

হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের লাল মিয়ার ছেলে ও হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ীতে অটোরিকশা চালাতেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার নেতৃত্বে গাজীপুর, টঙ্গী ও ঢাকার ডুবুরি দল এই অভিযানে অংশ নেয়। পুলিশের গ্রেপ্তারকৃত এক সদস্যের স্বীকারোক্তির ভিত্তিতে নদীতে তল্লাশি শুরু হয়। বিকেল পর্যন্ত নদীর প্রায় এক কিলোমিটার এলাকায় অভিযান চালানো হলেও হৃদয়ের লাশ উদ্ধার হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, পানির প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে ধীরগতি দেখা দিয়েছে। অভিযান স্থলে উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাসুদ পারভেজ ও প্রসিকিউটর এসএম তাসমিরুল ইসলাম।

মামলার অভিযোগ অনুযায়ী, আন্দোলনের সময় পুলিশের গুলিতে হৃদয় নিহত হন এবং তার মরদেহ গলির ভেতর টেনে নেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পরিবারের কেউ তার খোঁজ পায়নি।

হৃদয়ের মামাতো ভাই ইব্রাহীম বাদী হয়ে কোনোবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আজমত উল্লা ও জাহাঙ্গীর আলমসহ ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

ঘটনার আন্তর্জাতিক গুরুত্বও রয়েছে। ‘ইন্টারন্যাশনাল ট্রুথ জাস্টিস প্রজেক্ট’ ও ‘টেক গ্লোবাল ইনস্টিটিউট’ হৃদয়কে গুলি করার ভিডিওসহ একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করে। এরপর থেকেই বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
৬৭০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন, জিপিএ-৫ পেল ২৭১
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল ঝালকাঠি