• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ওয়েবসাইটের প্রযুক্তিগত সমস্যায় ভোটার হতে পারছেন না অসংখ্য প্রবাসী বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী: মির্জা ফখরুল বাংলাদেশ লেবার পার্টির ৭৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি বিএনপি প্রথমে কোনো সংস্কারই চাচ্ছিল না : তাহের এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব : রিজওয়ানা হাসান প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ কেন, জানাল ইসি শাপলা প্রতীক প্রশ্নে এনসিপি আপসহীন- নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের ইচ্ছায় নয়, প্রতীক নির্ধারিত হবে দলের ইচ্ছায়

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৯:০৩ পি.এম.
গ্রেপ্তারকৃত আসামী । ছবি: সংগৃহিত

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দিনভর সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার পূর্ব ধুঞ্চি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো. মাজেদ আলী, জমির উদ্দিনের ছেলে মো. ওমর আলী, চর নারায়ণপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে জলিল সরদার ও খলিল সরদার, চর লক্ষীপুর গ্রামের রহিম মিয়ার ছেলে মো. সুজন মিয়া এবং মৃত সকিমুদ্দিন সেখের ছেলে মো. আব্দুল লতিফ সেখ।
 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। থানার এসআই মো. মিকাইল হোসেন, এএসআই মো. ফরিদ মিয়া ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।”
 
তিনি আরও জানান, "জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে পুলিশ সদা তৎপর রয়েছে। পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।"
 
ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার