• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে পানির বোতল বিতরণ করেছেন, স্বপ্নের ঠিকানা প্রকল্প

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৫:১০ পি.এম.
স্বপ্নের ঠিকানা প্রকল্পের পানির বোতল বিতারণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার  (কোডেক) স্বপ্নের ঠিকানা ব্রিজ প্রকল্প এর উদ্যোগে ১৯ টি  শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীদের মাঝে  তিন হাজার পানির বোতল বিতরণ করা হয়েছে । 

বুধবার (২৩ জুলাই)  দুপুরে উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়,  কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, সালেহা মাধ্যমিক বিদ্যালয়, ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়, নেসারিয়া দাখিল মাদ্রাসা ও হামিদিয়া মহিলা মাদ্রাসা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ পানির বোতল বিতরণ করা হয় ।

এই উদ্যোগের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর স্বপ্নের ঠিকানা ব্রিজ প্রকল্পের প্রসংশা করে উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব দাস বলেন, আমরা বিশ্বাস করি শিশুদের পাশে দাঁড়ানোই আগামী প্রজন্ম গড়ার প্রথম ধাপ। এতে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করতে পারবে এবং ক্লাসে মনোযোগী হবে।

পানির বোতল হাতে পেয়ে ছোট ছোট শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে। অনেক শিক্ষক ও অভিভাবক  এমন উদ্যোগকে "অনুকরণীয়" ও "সচেতনতা গড়ে তোলা পদক্ষেপ" হিসেবে উল্লেখ করেন।

রাঙ্গলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার এর সভাপতিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর। 

কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্প এরিয়া কো-অর্ডিনেটর অজিত কুমার চক্রবর্তী, কোডেক স্বপ্নের ঠিকানা ব্রিজ স্কুলের সুপারভাইজার মারিয়া আক্তার, সাজ্জাদুল হক। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০