বান্দরবানে Youth Alliance 17-এর চারা বিতরণ কর্মসূচি


“সবুজে গড়ি, আগামীর দিন”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন Youth Alliance 17 এর উদ্যোগে আজ আল-ফারুক ইনস্টিটিউটে সফলভাবে সম্পন্ন হয় “প্লাস্টিকের বিনিময়ে চারা গাছ বিতরণ” কর্মসূচি।
এই অভিনব উদ্যোগে শিক্ষার্থীরা ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিয়ে তার পরিবর্তে পেয়েছে গাছের চারা। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল প্লাস্টিক দূষণ রোধ করা এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব চর্চায় উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম রিমন, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব জিলহাজ উদ্দিন জেকি, সেক্রেটারি, আল-ফারুক অ্যালমনাই অ্যাসোসিয়েশন।জনাব আমিনুল ইসলাম আসিফ, ছাত্র প্রতিনিধি, বান্দরবান ছাত্র সমাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ অ্যালায়েন্স-১৭ এর সভাপতি জোনাইদ হাসান সাইম, এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং ইয়ুথ অ্যালায়েন্স-১৭ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে চার শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে প্রায় ৮০০টি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে কিছু চারা রোপণও করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ দূষণের ক্ষতি এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।
Youth Alliance 17 আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলে পরিবেশগত সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়তে অনুপ্রাণিত হবে।
ভিওডি বাংলা/ এমএইচ