• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল

জাবি প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ১১:২৪ এ.এম.

উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, "গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত। মাইলস্টোন স্কুলের শিশুদের কান্না যেন পুরো জাতিকে কাঁদিয়েছে।আমাদের পক্ষে এই ঘটনার পর তেমন কিছু করণীয় নেই, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা ছাড়া।তাই আজ আমরা আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এই দোয়ার আয়োজন করেছি।"

গত (সোমবার) রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল ও কলেজের ওপর বিধ্বস্ত হয় একটি এফ-৭ ফাইটার জেট বিমান। এতে বেশ কিছু শিশুসহ অনেকে আহত ও নিহত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজিদ ইস্যুতে আল কুরআন বিভাগের সভাপতি
সাজিদ ইস্যুতে আল কুরআন বিভাগের সভাপতি
পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য
পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য
মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল
মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল