• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লালগালিচার সংবর্ধনা প্রত্যাখ্যান করলেন কালকিনির ইউএনও

মাদারীপুর প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ১১:০৫ এ.এম.

মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন।

তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখতে পান রোদের মধ্যে শিক্ষার্থীদের দ্বার করিয়ে তার আগমন উপলক্ষ্যে লালগালিচা সংবর্ধনা প্রদান শুরু করলে তিনি তা তাৎক্ষনিকভাব প্রত্যাখান করেন।পরে তিনি এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। আজ সোমবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদ হোসেন, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করলেও তবে লাল গালিচার সংবর্ধনার বিষয় কিছু জানিনা। লাল গালিচা সংবর্ধনা ওই শিক্ষা প্রতিষ্ঠান করেছে। সৈয়দ আবুল হোসেন অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী মিয়া জানান, আমাদের বিদ্যালয় বিগত দিনে এগুলো হয়ে আসছিল তাই আমিও করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গিয়ে দেখি স্কুল কর্তৃপক্ষ আমার আগমন উপলক্ষ্যে শিক্ষার্থীদের রোদে দ্বার করিয়ে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করে আমাকে ঘিরে।

আমি ওই লাল গালিচা প্রত্যাখান করি এবং আমাকে প্রধান অতিথি হিসেবে বসানোর জন্য রাজকীয় একটি চেয়ারের ব্যবস্থা করে কিন্তু ওই চেয়ারে আমি না বসে সাধারণ একটি চেয়ারে গিয়ে বসেছি। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছি। তবে আমাকে ঘিরে এরকম অনুষ্ঠান না করার জন্য উপজেলার স্কুল কর্তৃপক্ষকে বলে দিয়েছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবির-ছাত্রদলের সংঘর্ষ
শিবির-ছাত্রদলের সংঘর্ষ
গোবিন্দগঞ্জে যৌথ অভিযানে হ্যাকার চক্রের ২ মাস্টারমাইন্ড গ্রেপ্তার
গোবিন্দগঞ্জে যৌথ অভিযানে হ্যাকার চক্রের ২ মাস্টারমাইন্ড গ্রেপ্তার
মাদারীপুরে বিআরটিএর বিশেষ অভিযান পরিচালিত
মাদারীপুরে বিআরটিএর বিশেষ অভিযান পরিচালিত