নেত্রকোণায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ


নেত্রকোণা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে সাতপাই রেলক্রসিং বাজার, কলেজ রোড রেলস্টেশনে এলাকায় পথচারী ও দোকানদারদের মাঝে লিপলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা। পরে শহরের সাতপাই অস্থায়ী কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদ নেত্রকোনা জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ যুগ্মসাধারণ সম্পাদক শেখ একে এম শহীদুল ইসলাম ছোটনের নেতৃত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শাহাব উদ্দিন রিপন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, জেলা কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান পন্নি খোকন, জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সালাম,একে এম কামাল উদ্দিন তাং, যুগ্ন সদস্য সচিব মোঃ আলী হায়দার, সম্মানিত সদস্য মোঃ মোমেন খান, শাহ আল মামুন প্রমূখ।
নেতারা জানান, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে কর্মসূচি শুরু হয়েছে। আগামী ২০ শে জুলাই রবিবার জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।
বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছিলেন। এই একটি দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের। এই শহীদ জিয়া স্মৃতি সংসদ জীবিত থাকতে আর স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসিত হতে দেবো না।
ভিওডি বাংলা/ এমএইচ
বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিদধি
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাওলানা আজগর …

মাদারীপুরে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ব্যক্তিগত উদ্যোগে গরীব ও সাধারণ রোগীদের চিকিৎসা …

রাজাপুরে যুবতীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে এক যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রদল …
