অংশীদারিত্ব ছাড়া সংস্কার অর্থহীন: স্বপন


নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে জনগণের গর্জন। এটি কেবল রাজনৈতিক বিক্ষোভ নয়, বরং ছিল একটি নতুন রাষ্ট্রদর্শনের ভিত্তি স্থাপন। ছাত্র-জনতা, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষগুলো রাস্তায় নেমেছিল এই বার্তা নিয়ে—এই রাষ্ট্র কেবল কতিপয় মানুষের জন্য নয়, বরং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য।
বুধবার (১৭ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জেএসডি’র মূল দর্শনই হচ্ছে-অংশীদারিত্বের গণতন্ত্র। অর্থাৎ, কেবল রাজনৈতিক দলের নয়, সমাজের বিভিন্ন শক্তিরও সাংবিধানিক স্বীকৃতি এবং রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণ। বর্তমান সংসদ ব্যবস্থা ‘নিম্নকক্ষ’ ভিত্তিক। এতে আঞ্চলিক প্রতিনিধিত্ব থাকলেও পেশাভিত্তিক বা সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নেই। যে কারণে সাংবাদিক, কৃষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, নার্স, পরিবহনকর্মী, শিক্ষক কিংবা কৃষক-তাঁদের অভিজ্ঞতা বা মতামতের কোনো সাংবিধানিক মূল্য নেই।
স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থান সেই কাঠামোগত সংকটকেই সামনে এনেছে-এখানে কারো কারো প্রতিনিধি আছে, অনেকেরই প্রতিনিধিত্ব নেই; নির্বাচন আছে, কিন্তু অংশীদারিত্ব নেই।
আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,ভাসানী জনশক্তি পার্টি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু,রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম,গণফোরণের সাধারণ সম্পাদক ডা.মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর,এনসিপির যুগ্ম আহবায়ক জাবেদ রাসিম,রাজনৈতিক বিশ্লেষক ডা.হেলালুজ্জামান,জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া এসএম আনোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে গতকাল গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।
ভিওডি বাংলা/ এমএইচ
এনসিপির জুলাই পদযাত্রা সমাপ্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত …

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের …

মেহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাল বিএনপি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত …
