• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেই

   ১৭ জুলাই ২০২৫, ০২:৩৫ পি.এম.
অধ্যাপক বদিউর রহমান। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা অধ্যাপক বদিউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বদিউর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সংবাদমাধ্যমকে বলেন, -বদিউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রাতেই তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। সেখান থেকে দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বরিশালে—তার জন্মভূমিতে। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

বদিউর রহমান ১৯৭২ সাল থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সংগঠনের নেতৃত্বে থেকে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীসহ দেশের সংস্কৃতি অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে— তিনি শুধু একজন সংগঠকই নন, ছিলেন একজন ত্যাগী সংস্কৃতিসেবক, যার জীবন উৎসর্গ ছিল অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের সংগ্রামে।

এমন একজন নির্লোভ, সংগ্রামী সাংস্কৃতিক যোদ্ধার প্রয়াণে অপূরণীয় শূন্যতা তৈরি হলো—বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সহযোদ্ধারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া