• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

চাঁদাবাজির অভিযোগ যুবদল নেতাকে পুলিশে দিলেন

   ১৬ জুলাই ২০২৫, ০৯:১৩ পি.এম.
জাহাঙ্গীর আলম ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমকে (৩৫) পুলিশের কাছে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে শ্রীপুরের বৃন্দাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুরের মুলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গত ২২ ফেব্রুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় ও বিএনপির দলীয় কয়েকটি সূত্র জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি নিজের সশস্ত্র বাহিনী নিয়ে দলীয় প্রভাব খাঁটিয়ে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়ক লাগোয়া এমসি বাজার দখলের চেষ্টা করেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনিসহ তার পক্ষের সবাই গামছা দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন এবং প্রত্যেকের হাতেই ছিল দেশি অস্ত্র। তারা এমসি বাজার ও আশপাশের এলাকায় অস্ত্র উচিয়ে মহড়া করে ব্যবসায়ীদের চাঁদা দেয়ার নির্দেশ দেন। তখন ওই ঘটনার ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। পরে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের নোটিশ দেয়া হয়। ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হয়। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর আবার এলাকায় ফিরে অপরাধমূলক কর্মকাণ্ড করছিলেন। আমরা খবর পেয়ে তাকে আটক করে পুলিশে দিয়েছি।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক বলেন, ‘জাহাঙ্গীর ২৫ ফেব্রুয়ারি দায়ের করা দুটি মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে আছেন। অপর মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া খোঁজ নিয়ে জানতে পেরেছি, তিনি মোট সাতটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত