• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

নতুন কোচ পেলেন হামজারা

   ১৬ জুলাই ২০২৫, ০৬:২৬ পি.এম.
ইংলিশ ক্লাব লেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন ধরে টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া ইংলিশ ক্লাব লেস্টার সিটি এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নতুন কোচ নিয়োগ দিয়েছে। স্প্যানিশ কোচ মার্তি সিফুয়েন্তেস এখন থেকে দলটির ডাগআউটে নেতৃত্ব দেবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী-সহ পুরো স্কোয়াডের সামনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।

একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী লেস্টার গত মৌসুমে আবারও অবনমনের শিকার হয়। প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গিয়ে এবার চ্যাম্পিয়নশিপ থেকে ঘুরে দাঁড়িয়ে শীর্ষ লিগে ফেরাই তাদের মূল চ্যালেঞ্জ।

সাবেক কুইন্স পার্ক রেঞ্জার্স কোচ সিফুয়েন্তেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে লেস্টার সিটি। ৪১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড দায়িত্ব নিলেন রুদ ফন নিস্টলরয়ের জায়গায়। ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা বলেছেন, “আমরা আধুনিক দর্শন ও স্থিতিশীল নেতৃত্বে বিশ্বাসী। সিফুয়েন্তেস আমাদের সেই ভরসা দিচ্ছেন।”

তবে সাম্প্রতিক সময়ে দুই বছরে ছয়বার কোচ বদল করা লেস্টার কতটা ধৈর্য দেখাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

নতুন কোচ এলেও ক্লাবে অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ রয়ে গেছে অনিশ্চিত। এর মধ্যে অন্যতম হামজা চৌধুরী। গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলেন তিনি, যেখানে ১৬ ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন। তবে ধারের মেয়াদ শেষে ২৯ জুন লেস্টারে ফিরলেও তার স্থায়ী ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

এদিকে গুঞ্জন উঠেছে, গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস তাকে দলে নিতে চায়। ফলে সিফুয়েন্তেসের পরিকল্পনায় হামজা থাকবেন কি না-সেটাই এখন বড় প্রশ্ন।

প্রিমিয়ার লিগে উঠে আবারও অবনমন, এরপর ফের লড়াই-লেস্টারের সাম্প্রতিক বছরগুলোতে ধাক্কাই বেশি। স্কোয়াডে অভিজ্ঞ মিডফিল্ডার থাকলেও দলের ভারসাম্য, নেতৃত্ব আর কৌশলগত স্থিতিশীলতা এখন বড় চ্যালেঞ্জ।

সিফুয়েন্তেস যদি দলকে নতুন করে গুছিয়ে নিতে পারেন, তাহলে আবারও শীর্ষ লিগে ফেরার স্বপ্ন বাস্তব হতে পারে। আর সেই অভিযানে হামজার মতো খেলোয়াড়দের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ- যদি তিনি দলে থাকেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপের ফাইনালে আজ ভারত-পাকিস্তান
এশিয়া কাপের ফাইনালে আজ ভারত-পাকিস্তান
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ
বিসিবি নির্বাচনে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ