খোকসাতে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ১


কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া খোকসায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান এর ভাতিজা ও উপজেলা যুবলীগ নেতা মোঃ শাওন মাহমুদ খান রবিন (৩৩) কে গ্রেপ্তার করে থানা পুলিশ।
শাওন মাহমুদ খান রবিন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, সদর উদ্দিন খানের ভাতিজা ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম উদ্দিন খানের ছেলে।
গত (২০ মার্চ) চাঁদাবাজির মামলাটি করেন অঞ্জনা রাণী নামে এক মহিলা । এই মামলায় মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১ টা ৩০ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করে খোকসা থানা পুলিশ।
জানা যায়, খোকসা হাসপাতাল রোড এলাকার বাসিন্দা অঞ্জনা রাণী নামে এক মহিলার কাছে খান রবিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে। হাসপাতাল গেটে থাকা দোকান ঘর জোর পূর্বক বন্ধ করে দেয় রবিন। এ ঘটনায় অঞ্জনা রাণী বাদী হয়ে রবিন কে আসামি করে খোকসা থানায় মামলা করেন।
খোকসা থানার ওসি শেখ মোঃ মইনুল ইসলাম, আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিনকে চাঁদাবাজির মামলায় বুধবার আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ